কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): স্বাস্থ্য ভবনের তরফে তালিকা প্রকাশ করে জানানো হল, এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবনের কোন কেবিনে থাকতে কত খরচ হবে। নতুন উডবার্ন ভবনে আলাদা করে বহির্বিভাগ (আউটডোর) পরিষেবা থাকবে। তাতে খরচ হবে ৩৫০ টাকা, জানিয়েছেন কর্তৃপক্ষ।
এসএসকেএমের নতুন ১০তলা ভবনটির (প্রাইভেট কেবিন বিল্ডিং) নাম রাখা হয়েছে ‘অনন্য’। এটি নির্মাণে খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। ১৩১টি কেবিন সম্বলিত এই ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিজেই কেবিনের ভাড়া ঘোষণা করেছিলেন।
এখানকার কেবিনে এককভাবে থাকতে দৈনিক পাঁচ হাজার টাকা, সেরকম ডিলাক্স স্যুটে থাকতে দৈনিক আট হাজার টাকা, এইচডিইউ কেবিনে (ভেন্টিলেশন, বাইপ্যাপ ছাড়া) থাকতে দৈনিক ১২ হাজার টাকা এবং আইসিইউ কেবিনে থাকতে দৈনিক ১৫ হাজার টাকা খরচ হবে।
গত মাসে এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত