টোটো চালকদের সামাজিক সুরক্ষার মধ্যে আনার কথা ভাবা হচ্ছে : স্নেহাশিস চক্রবর্তী
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): টোটো চালকদের কেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেই ব্যাখ্যা দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। টোটো-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নভেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশি
টোটো চালকদের সামাজিক সুরক্ষার মধ্যে আনার কথা ভাবা হচ্ছে : স্নেহাশিস চক্রবর্তী


কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): টোটো চালকদের কেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেই ব্যাখ্যা দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। টোটো-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নভেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, যে সমস্ত টোটো চালকরা এতদিন টোটো চালাচ্ছেন, তাঁদের নানা বিড়ম্বনায় পড়তে হতো। সরকার খুব সামান্য একটা অর্থের বিনিময় তাঁদের স্বীকৃতি দিচ্ছে।

স্নেহাশিস বলেন, টোটো চালকদের সামাজিক সুরক্ষার মধ্যে আনার কথা ভাবা হচ্ছে। এর ফলে দুর্ঘটনাজনিত সুযোগ-সুবিধা, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন টোটো চালকরা। তিনি বলেন, ‘আমরা বলেছি ৩০ নভেম্বরের পর থেকে বিনা স্বীকৃতিতে যাঁরা টোটোর ব্যবসা করেন, তাঁরা অন্য কাজে মন দিন। কারণ ওই ব্যবসা আমরা করতে দেব না। সব বন্ধ করে দেওয়া হবে।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande