নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : উৎসবের ভিড়ের মরশুমে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পুরনো বা ভুয়ো ভিডিও পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে প্রশাসন। শনিবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ২০টিরও বেশি সামাজিক মাধ্যম চিহ্নিত করা হয়েছে, যারা পুরনো বা মিথ্যা তথ্য প্রচার করছিল। তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনও ধরনের ভুল তথ্য বা গুজব রটালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। নাগরিকদের উদ্দেশ্যে রেলওয়ের আবেদন ,কোনও ভিডিও বা বার্তা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন এবং শুধুমাত্র রেলের অফিসিয়াল এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব হ্যান্ডেলগুলির তথ্যের উপরই ভরসা রাখুন। রেল প্রশাসন স্পষ্ট করেছে, ভুয়ো তথ্য ছড়ানো বা বিভ্রান্তি সৃষ্টিতে যুক্ত ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য