কার্সিয়ং, ১৮ অক্টোবর (হি.স.): দার্জিলিং থেকে নকশালবাড়িগামী একটি গাড়ি খাদে পড়ে যায়। শনিবার সকালে এই ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আহত আরও তিনজন। নিহতদের নাম রাজেশ পাসওয়ান এবং সুমিত সিনহা। আহতদের নাম করণ ঠাকুর, তারক বিশ্বাস এবং রাজ দাস। সকলেই নকশালবাড়ির বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে দার্জিলিং থেকে নকশালবাড়িগামী একটি গাড়ি কার্সিয়ংয়ের পাঙ্খাবাড়ির টিংহুমতিতে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি