জৌনপুর, ১৮ অক্টোবর (হি.স.): দীপাবলি ও ছট পূর্ণিমার সময় যাতায়াত বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে উত্তর প্রদেশর পরিবহন দফতর রোডওয়ে কর্মীদের ছুটি বাতিল করেছে। ডিউটিতে থাকা চালক ও পরিচালকদের জন্য বিশেষ ইনসেনটিভের ব্যবস্থা করা হয়েছে।
সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক (এআরএম) জানিয়েছেন, শনিবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চালক ও পরিচালকদের নিয়মিত ডিউটিতে রাখা হয়েছে। ইনসেনটিভের স্কিম অনুযায়ী, যারা ১২ দিন ধারাবাহিক ডিউটি পালন করে প্রতিদিন গড়ে ৩০০ কিমি (মোট ৩৬০০ কিমি) সম্পন্ন করবেন, তাদের ৪৮০০ টাকা ইনসেনটিভ দেওয়া হবে। আর যারা ১৩ দিনের মধ্যে ৩৯০০ কিমি সম্পন্ন করবেন, তাদের ৫৮৫০ টাকা ইনসেনটিভ প্রদান করা হবে। এছাড়াও, নির্ধারিত কিলোমিটারের চেয়ে বেশির জন্য চুক্তিভিত্তিক চালক ও খালাসিদের প্রতি কিলোমিটারে ৫৫ পয়সা অতিরিক্ত প্রদান করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য