উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ২
মির্জাপুর, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার এক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , শুক্রবার গভীর রাতে চুনার থানার অন্তর্গত এলাকার মাগরহা অঞ্চলের একটি কলেজের সামনে।দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘট
উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ২


মির্জাপুর, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার এক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , শুক্রবার গভীর রাতে চুনার থানার অন্তর্গত এলাকার মাগরহা অঞ্চলের একটি কলেজের সামনে।দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ইন্তেজার খানের (২৪) , আর তার বড় ভাই আব্দুল রহমানকে (৩৫) গুরুতর অবস্থায় বারাণসীর ট্রমা সেন্টারে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

এক পুলিশ আধিকারিক জানান , দু’জনই কছভা থানার অন্তর্গত পশিয়াহী গ্রামের বাসিন্দা ছিলেন।শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাইকে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি গাড়ি তাদের বাইককে সজোরে ধাক্কা মারে।চালক পলাতক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে চিকিৎসক ইন্তেজারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল রহমানকে ট্রমা সেন্টার, বারাণসীতে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসার সময় তিনিও মারা যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande