আগরতলা রেল স্টেশনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পুলিশের উদাসীনতায় ক্ষোভ
আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : শনিবার দুপুরে আগরতলা রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকে মৃতদেহটি পড়ে থাকলেও দীর্ঘ সময় ধরে পুলিশি তৎপরতার অভাবে জনমনে তীব্র
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : শনিবার দুপুরে আগরতলা রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকে মৃতদেহটি পড়ে থাকলেও দীর্ঘ সময় ধরে পুলিশি তৎপরতার অভাবে জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে সম্ভবত শ্রমিক শ্রেণীর ওই ব্যক্তি কোনও কাজে স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে আসেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করায় মাটিতে বসে পড়েন তিনি। পরে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, সকাল প্রায় ৭টার দিকেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। কিন্তু দীর্ঘ চার ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহ উদ্ধারে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

ঘটনার খবর পেয়ে পৌঁছায় জিআরপি থানার ও আমতলী থানার পুলিশ। কিন্তু মৃতদেহ উদ্ধারের দায়িত্ব নিয়ে দুই থানার মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। প্রায় চার ঘণ্টা পর, দুপুর ১২টা নাগাদ অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ পুলিশের এই উদাসীনতা ও সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “সকাল থেকে মৃতদেহ পড়ে আছে, কেউ উদ্ধার করতে আসেনি। এ যেন মানবিকতার চূড়ান্ত অবক্ষয়।”

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। তবে এদিনের ঘটনার পর স্থানীয় মহলে দুই থানার গাফিলতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande