আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বিহার সফরে জোরালোভাবে উন্নয়ন ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী নন্দ কিশোর রাম (রামনগর আসন) এবং রাম সিং (বাঘা আসন) এর সমর্থনে সমাবেশে বক্তৃতা দেন।
শনিবার সকালে পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পর ডাঃ সাহা পশ্চিম চম্পারণে পৌঁছে সমাবেশে বক্তৃতা দেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে ভোটারদের বিপুল সমর্থনের মাধ্যমে বিজেপি প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।
ডাঃ মানিক সাহা বিহারে বর্তমান সরকারের কাজের প্রশংসা করেন এবং কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবের বক্তৃতা উল্লেখ করেন। তিনি রাম সিং ও নন্দ কিশোর রামের জয়ের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সমাবেশে উপস্থিত বিপুল জনসমাগমকে বিজেপির প্রতি জনসমর্থনের একটি প্রতীক হিসেবে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী রামনগরের প্রবীণ বিধায়ক ভাগীরথী দেবীর অবদানকেও স্বীকৃতি দেন এবং তাঁর উত্তরাধিক ও নেতৃত্বের প্রতি সমর্থন জানান। তিনি বিহারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে জনতাকে স্মরণ করিয়ে দেন যে ১৯১৭ সালে মহাত্মা গান্ধী চম্পারণে তাঁর প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন।
ডাঃ মানিক সাহা ত্রিপুরার কথাও উল্লেখ করে ‘হিরা মডেল’—মহাসড়ক, ইন্টারনেট, রেলপথ ও বিমান পরিবহন—কে উন্নয়নের নীলনকশা হিসেবে তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির অধীনে ত্রিপুরাকে অগ্রগতির উজ্জ্বল উদাহরণ হিসেবে বর্ণনা করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ