তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৮ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। শনিবার ভোররাতে হদ্রাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০০ শিশি ফেন্সিডিল ও এসকফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত নেশা দ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য দশ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।
এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ। সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, “তদন্ত চলছে। মূল চক্রকে পাকড়াও করতে আরও পদক্ষেপ নেওয়া হবে।” পুলিশের এই সাফল্যে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে প্রশাসনের সক্রিয়তা এবং নেশা বিরোধী প্রচেষ্টার প্রশংসা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ