গণ্ডাছড়ায় শ্যামা মায়ের পূজাকে কেন্দ্র করে আরক্ষা কর্মীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৮ অক্টোবর (হি.স.) : আলোর উৎসব—দীপাবলি ও শ্যামাপূজার আমেজে মেতে উঠেছে গোটা ত্রিপুরা। আগামী সোমবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা। এ উপলক্ষে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা থানার কর্মীরা নিয়েছেন একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচ
পুলিশের সামাজিক কর্মসূচি


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৮ অক্টোবর (হি.স.) : আলোর উৎসব—দীপাবলি ও শ্যামাপূজার আমেজে মেতে উঠেছে গোটা ত্রিপুরা। আগামী সোমবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা। এ উপলক্ষে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা থানার কর্মীরা নিয়েছেন একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচি।

থানার ওসি অসীম সরকার এবং ইন্সপেক্টর অজিত দেববর্মার উদ্যোগে শনিবার সকালে শুরু হয় সাফাই অভিযান। গণ্ডাছড়া থানা চত্বর, হাসপাতাল এলাকা এবং মূল সড়কে আরক্ষা কর্মীরা অংশ নেন এই সাফাই অভিযানে। বেলা এগারোটায় হাসপাতালে রোগীদের মধ্যে এবং সাব-জেলে কয়েদিদের হাতে ফল-মিষ্টি বিতরণ করা হয়। পরে বেলা বারোটায় শহীদ পরিবারগুলির বাড়িতে গিয়ে তাঁদের হাতে ফল-মিষ্টির প্যাকেট তুলে দেন ওসি অসীম সরকার, ইন্সপেক্টর অজিত দেববর্মা সহ অন্যান্য আরক্ষা কর্মীরা।

ওসি অসীম সরকার জানিয়েছেন, রবিবার ও সোমবারও থাকছে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে শিশুদের মধ্যে ‘বসে আঁকো’ প্রতিযোগিতা, স্থানীয় সাংবাদিকদের সংবর্ধনা এবং শহীদ পরিবারের সদস্যদের বস্ত্রদান। সোমবার রাত নয়টায় শুরু হবে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা।

শনিবারের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি অসীম সরকার, ইন্সপেক্টর অজিত দেববর্মা, স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণ্ডাছড়া থানার অন্যান্য আরক্ষা কর্মীরা। আলোর উৎসবের প্রাক্কালে এই উদ্যোগে গণ্ডাছড়া মহকুমায় ছড়িয়ে পড়েছে আনন্দ ও সামাজিক সংহতির বার্তা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande