বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.) : উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এলো সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)। বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়ে সংস্থার প্রবীণ ও নবীন সদস্যরা পথে নেমে ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচলতি মানুষদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করেন।
“উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে দাঁড়ান” এই আহ্বান জানিয়ে তারা মুক্তহস্তে সহযোগিতার অনুরোধ জানান স্থানীয়দের কাছে। পাশাপাশি, ত্রাণ বণ্টনে পক্ষপাতিত্ব বন্ধ করা ও বন্যা ও ধ্বসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি তোলেন।
সমাজসেবী সংস্থাগুলির ত্রাণ কার্যক্রমে সরকারের বিধিনিষেধেরও তীব্র সমালোচনা করেন সংগঠনের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট