শুভেন্দুর সভায় ছেলের যাওয়ার মাশুল! অন্ডালে বিজেপি কর্মীর বাবার ওপর হামলার অভিযোগ
দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.) : শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ মারধর বিজেপি কর্মীর বাবাকে! রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালের শীতলপুর কোলিয়ারি এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে। আক্রান্ত ব্যবসায়ী
শুভেন্দুর সভায় ছেলের যাওয়ার মাশুল! অন্ডালে বিজেপি কর্মীর বাবার ওপর হামলার অভিযোগ


দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.) : শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ মারধর বিজেপি কর্মীর বাবাকে! রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালের শীতলপুর কোলিয়ারি এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে।

আক্রান্ত ব্যবসায়ী গোপাল বার্নওয়াল অন্ডালের ডায়মন্ড শীতলপুরের বাসিন্দা। অভিযোগ, রবিবার সকাল ৮টা নাগাদ তিনি দোকানে বসেছিলেন, সেই সময় তিনজন তৃণমূল কর্মী দোকানে ঢুকে তাঁর ছেলের খোঁজ করে। ছেলেকে না পেয়ে গালিগালাজ শুরু করে ও লাঠি–রড দিয়ে গোপালবাবুর ওপর চড়াও হয়। হামলায় তাঁর মাথা ফেটে যায় ও চোখের ওপর আঘাত লাগে।

গোপালবাবু বলেন, “ওরা বলল, বিজেপি করলে মেরে ফেলবে। আমি কিছু বলার আগেই রড দিয়ে মাথায় মারে।” তাঁর ছেলে রোশন বার্নওয়াল জানান, “শনিবার পান্ডবেশ্বরে শুভেন্দু অধিকারীর সভায় গিয়েছিলাম। তার ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম। তাই আক্রোশে বাবার ওপর হামলা হয়েছে।”

বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, “বিধানসভা ভোট যত ঘনিয়ে আসছে, ততই তৃণমূল অন্ডাল ও পান্ডবেশ্বরে সন্ত্রাস চালাচ্ছে। সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে রাখার চেষ্টা চলছে। আমরা ঘটনার তীব্র নিন্দা করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পান্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বলেন, “এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। রাজনীতির কোনও যোগ নেই। বিজেপির কোনও ইস্যু না থাকায় সবকিছুতেই রাজনীতি করছে তারা।”

ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande