গলসীর বিধায়কসহ তিন তৃণমূল নেতার টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, বিজেপির কটাক্ষ, চড়ল রাজনীতির পারদ
দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.) : বন্ধ ঘরে টাকা ভাগাভাগি! ভিডিও ভাইরাল হতেই ফের তোলপাড় রাজ্য রাজনীতিতে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে গলসীর তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুই এবং পঞ্চায়েত সমিতির দুই নেতা—সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্
গলসীর বিধায়কসহ তিন তৃণমূল নেতার টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল, বিজেপির কটাক্ষ, চড়ল রাজনীতির পারদ


দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.) : বন্ধ ঘরে টাকা ভাগাভাগি! ভিডিও ভাইরাল হতেই ফের তোলপাড় রাজ্য রাজনীতিতে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে গলসীর তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুই এবং পঞ্চায়েত সমিতির দুই নেতা—সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে তীব্র কটাক্ষ এবং তদন্তের দাবি উঠেছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান সমাচার)

ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসঘরে টেবিলের ওপর থোকা থোকা ৫০০ টাকার বান্ডিল। ব্যাগ থেকে টাকা বের করছেন অনুপ চট্টোপাধ্যায়, খাতায় হিসাব লিখছেন, আর পাশে বসে রয়েছেন বিধায়ক নেপাল ঘোরুই ও পার্থ মণ্ডল। তিনজনের মধ্যে টাকার ভাগাভাগি চলার এই দৃশ্যেই শুরু হয়েছে বিতর্ক—প্রশ্ন উঠেছে, এত বিপুল টাকা এল কোথা থেকে? কী উদ্দেশ্যে হচ্ছে এই বণ্টন?

বিজেপির দুর্গাপুর-বর্ধমান জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, “ভিডিওটাই সব বলছে—পাঁচশো টাকার বান্ডিল ভাগাভাগি হচ্ছে তৃণমূল নেতাদের মধ্যে। এগুলোই কাটমানি, তোলাবাজির টাকা। সবই মাননীয়ার অনুপ্রেরণা।”

তবে অভিযোগ উড়িয়ে দিয়ে গলসীর তৃণমূল বিধায়ক নেপাল ঘোরুই দাবি করেছেন, “ভিডিওটি দু’বছর আগের, লোকসভা নির্বাচনের সময়ের। মুখ্যমন্ত্রীর জনসভায় কর্মী-সমর্থকদের আনতে গাড়িভাড়ার টাকা বিলি করা হচ্ছিল। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি জানে। বিজেপি ইস্যু না পেয়ে নোংরা রাজনীতি করছে।”

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ বিধানসভা ভোটের আগে গলসী আসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে। উল্লেখ্য, শনিবারই বীরভূম জেলা তৃণমূল চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেছিলেন, “তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলই তৃণমূলের শত্রু।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande