দুর্গাপুর, ১৯ অক্টোবর (হি.স.) : ব্যাঙ্ক আধিকারিকদের একাধিক আবাসনে চুরি! শনিবার গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় শিল্পনগরী দুর্গাপুরে।
জানা গেছে, দুর্গাপুরের মাইকেল ফ্যারাডে রোড এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আবাসনে পরপর তিনটি ফ্ল্যাটে চুরি হয়। কালীপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলেন এসবিআই-এর ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায়, কর্মী মানস মাহাতো ও বিজেন্দ্র কুমার। রবিবার সকালে পার্শ্ববর্তী বাসিন্দারা দেখতে পান—একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন রূপকবাবু।
তিনি জানান, “শনিবার তারাপীঠে নিজের বাড়িতে গেছিলাম। সকালে ফোনে খবর পাই আবাসনে চুরি হয়েছে। ফিরে এসে দেখি আলমারি ভাঙা, গয়না ও নগদ টাকা সব উধাও।” শুধু তাঁর ফ্ল্যাট নয়, চোরের হাত থেকে রেহাই পায়নি মানস মাহাতো ও বিজেন্দ্র কুমারের ফ্ল্যাটও। এমনকি ব্যাঙ্কের গেস্ট হাউস থেকেও চুরি হয়েছে বলে অভিযোগ।
ব্যাঙ্ককর্মী প্রবীর কুমার মুখোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বছর আগেও একইভাবে চুরি হয়েছিল। আবারও ঘটল একই ঘটনা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।”
ঘটনার খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পেশাদার চোরের দল এই ঘটনার সঙ্গে জড়িত।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা