পাটনা বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি
পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): পাটনা বিমাবন্দরের ডিপার্চার টার্মিনালে গাড়ি উল্টে ঘটে গেল দুর্ঘটনা। রবিবার সকালে একটি গাড়ি উল্টে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। চালক বলেন, ‘গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ মনে হলো, কেউ এসে আমার চোখ বেঁধে দিল।’ ডিপার্চার
পাটনা বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি


পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): পাটনা বিমাবন্দরের ডিপার্চার টার্মিনালে গাড়ি উল্টে ঘটে গেল দুর্ঘটনা। রবিবার সকালে একটি গাড়ি উল্টে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। চালক বলেন, ‘গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ মনে হলো, কেউ এসে আমার চোখ বেঁধে দিল।’ ডিপার্চার টার্মিনালে গাড়িটি পুরোপুরি উল্টে যায়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক বলেন, আমার গাড়ির গতিবেগ ছিল প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আমার মনে হলো কেউ হঠাৎ এসে আমার চোখ বন্ধ করে দিল। এভাবেই ঘটেছিল দুর্ঘটনা, আমি সারা জীবন গাড়ি চালিয়ে আসছি, কিন্তু এমন ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande