ছটপুজোর আগে দিল্লির বাসুদেব ঘাট ঘুরে দেখলেন রেখা গুপ্তা
নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): আসন্ন ছটপুজোর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রী কপিল মিশ্র রবিবার বাসুদেব ঘাটে এই উৎসবের প্রস্তুতি পরিদর্শন করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, আমরা যমুনা নদীর প্রতিটি এলাকা পরিদর্শন করে
ছটপুজোর আগে দিল্লির বাসুদেব ঘাট ঘুরে দেখলেন রেখা গুপ্তা


নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): আসন্ন ছটপুজোর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রী কপিল মিশ্র রবিবার বাসুদেব ঘাটে এই উৎসবের প্রস্তুতি পরিদর্শন করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, আমরা যমুনা নদীর প্রতিটি এলাকা পরিদর্শন করেছি। সরকারের প্রতিটি সংস্থা কাজ করছে এবং কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও পুরোদমে চলছে। সরকার চায় এই বছরের ছট পুজোর সময় দিল্লির বাসিন্দারা যেন একটা পরিবর্তন দেখতে পান। স্বাধীনতার পর থেকে দিল্লিতে এই ধরণের দীপাবলি কখনও পালিত হয়নি। আমরা খুশি যে আমরা দিল্লির জনগণকে এত জমকালো দীপাবলি উপহার দিতে পেরেছি এবং আমরা আশা করি যে জমকালো ছটও সাক্ষী থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande