আমরপাটনে আতশবাজির বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান
মৈহার, ১৯ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের মৈহার জেলার আমরপাটনে রবিবার দুপুরে লঙ্কা ময়দানের আতশবাজির বাজারে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আগুনে রাম নারায়ণ দ্বিবেদী ও অক্ষয় আগরওয়ালের দুটি দোকান সম্পূর্ণ প
আমরপাটনে আতশবাজির বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান


মৈহার, ১৯ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের মৈহার জেলার আমরপাটনে রবিবার দুপুরে লঙ্কা ময়দানের আতশবাজির বাজারে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আগুনে রাম নারায়ণ দ্বিবেদী ও অক্ষয় আগরওয়ালের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, আরও ছয়টি দোকানে রাখা আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার আতশবাজি ক্ষতিগ্রস্ত হয়।

দমকল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও প্রাণহানির খবর নেই। প্রশাসন দোকানদারদের নিরাপত্তা বজায় রাখতে অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande