মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ অক্টোবর (হি.স.): মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা। গত ১৩ অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন। জানা যাচ্ছে, কুলতলির শানকিজাহান গ্রাম
মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী


দক্ষিণ ২৪ পরগনা, ১৯ অক্টোবর (হি.স.): মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতে আটক পশ্চিমবঙ্গের ১৪ জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা। গত ১৩ অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন। জানা যাচ্ছে, কুলতলির শানকিজাহান গ্রামের ১৪ জন মৎস্যজীবী এখন বাংলাদেশে বন্দি। গত ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। শনিবার গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উত্তাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়। সীমান্ত অতিক্রম করার কিছু ক্ষণের মধ্যেই ট্রলারটিকে আটক করে প্রতিবেশী দেশের উপকূলরক্ষীবাহিনী এবং সেনা। প্রত্যেক পরিবারের একমাত্র কিংবা প্রধান উপার্জনকারী বাংলাদেশে বন্দি। ফলে উৎসবের আবহে দুশ্চিন্তায় কুলতলির ওই গ্রাম।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande