জুয়া খেলার অভিযোগে গ্রেফতার পাঁচ
ইমফল, ১৯ অক্টোবর (হি.স.) : মণিপুরে যৌথ নিরাপত্তা বাহিনী ইমফল পশ্চিম জেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি’ (পিপলস ওয়ার গ্রুপ) [কেসিপি (পিডব্লিউজি)]-র একজন সক্রিয় মহিলা ক্যাডারকে গ্রেফতার করেছে।
আজ রবিবার রাজ্যে পুলিশে সদর দফতরের এক সরকারি বিবৃতিতে এ খবর দিয় জানানো হয়েছে, গ্রেফতারকৃত মহিলার নাম মেইকাম বসন্তরানি দেবী (৪১) ওরফে আবেনাও। মূলত সে উরিপোক লাইখুরেম্বি লেইকাইয়ের বাসিন্দা হলেও বর্তমানে সিংজামেই থানার অধীন পিশুম ওইনাম লেইকাইতে বসবাস করে তোলাবাজি চালাত।
সরকারি সূত্র অনুযায়ী, ধৃত মহিলা ক্যাডার বসন্তরানি দেবীর বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ আদায় ও জমি বিরোধ মামলায় মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করত। তার হেফাজত থেকে একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং একটি আধার কার্ড বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশের সূত্র জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদেরও গ্রেফতার করা হয়েছে। ইমফল পূর্ব জেলার পরমপাত থানাধীন নিউ চেকন থেকে ‘লাগাও খাওবা’ নামের এক ধরনের জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা যথাক্রমে মেঘচন্দ্র সিং (৩৯), আঙ্গাম মালাংমেই (৩৫) এবং খোইরম নিংথেম সিং (৩৪)৷ তাদের কাছ থেকে চারটি পাশা (লাগাও মারু), দুটি লাইয়াম এবং দুটি ঝুড়ি (থুমোক) সহ ‘লাগাও’ জুয়ার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ধারাবাহিকতায়, মণিপুর পুলিশ মহম্মদ আনিস ইকবাল (৩০) এবং মহম্মদ আমির রহমান নামে আরও দুই অপরাধীকে গ্রেফতার করেছে। ধৃতরা মটরযান পরিবহণ বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে ইমফল পূর্ব জেলার পরমপাত থানার অন্তর্গত খুরাই আহঙ্গেই ইরাবোট লেইরাকের খেলোয়াড়দের কাছ থেকে অর্থ দাবি করছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহম্মদ আনিস ইকবাল মটরযান পরিবহণ বিভাগে এএসআই পদের চাকরিপ্র্রার্থী।
এছাড়া মণিপুর পুলিশ ইমফল পূর্ব জেলার হেইনগাং থানা এবং পরমপাত থানা এলাকার বিভিন্ন স্থানে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ওই অভিযানে জুয়ায় ব্যবহৃত বহু উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্তকৃত গুরুত্বপূর্ণ উপকরণগুলির মধ্যে ১২টি লাইয়াম, ১০টি লাগাও মারু এবং ১৩টি থুমোক রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস