হাওড়া, ১৯ অক্টোবর (হি.স.): হাওড়ার শিবপুর অঞ্চলের অন্যতম বিখ্যাত কালীমন্দির হল অপ্রকাশ মুখার্জি লেনের শ্রীশ্রী জহুরা কালী মাতার মন্দির। শিবপুরের কালী সাধক তঙ্কুরাম ভট্টাচার্য জহুরা কালীর প্রতিষ্ঠা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তখন এই মন্দিরটি ছিল একটি দর্মার ঘর মাত্র। মায়ের যে মূর্তিটি বর্তমানে দেখা যায় তা কিন্তু ভট্টাচার্য মহাশয় প্রতিষ্ঠিত মূল মূর্তি নয়। মূল মূর্তিটি গর্ভগৃহের তলায় মাটির নীচে অবস্থিত। মাটির উপর মায়ের যে মূর্তিটি দেখা যায় সেটি সিমেন্টের তৈরি। এই মূর্তির সামনে অবস্থিত ঘটের নীচেই নাকি মূল দেবী মূর্তিটি প্রতিষ্ঠিত রয়েছে ।
অমাবস্যার দিনগুলিতে মাকে ভোগ নিবেদন করা হয়। মায়ের প্রধান ভোগ হলো মান। এই ভোগ নিবেদনের সময় খিচুড়ি বা লুচির ব্যবস্থা থাকলেও, মান-কচু ভোগ নিবেদন অবশ্যই থাকে। প্রতি বছর পয়লা জানুয়ারি মায়ের বাৎসরিক উৎসব উদযাপিত হয়। এইদিন হোম যজ্ঞের পাশাপাশি চণ্ডীপাঠের আয়োজনও করা হয়। এই দিনের এক বিশেষ বৈশিষ্ট্য হলো মাগুর মাছ বলি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ