ফতেহপুর, ১৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় রবিবার দুপুরে আতশবাজির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ৭০টি দোকান এবং একাধিক গাড়ি ভস্মীভূত হয়। আনুমানিক প্রায় কোটি টাকার আতশবাজি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লোধীগঞ্জ এলাকায় আতশবাজির এই বাজারে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দের জেরে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানদাররা প্রাণ বাঁচাতে কোনও ভাবে সরে যান।
জেলা প্রশাসনের অবহেলাকেই স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। নিরাপত্তার কড়া ব্যবস্থা থাকার দাবি করলেও ঘটনার পর থেকে প্রশাসনের আধিকারিকরা নীরব রয়েছেন।
এদিন পুলিশ সুপার জানিয়েছেন, “দুপুরে অজ্ঞাত কারণে এক দোকানে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পুরো বাজারে ৭০টি দোকানকে গ্রাস করে। দমকল ও পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু যানবাহনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনও প্রাণহানির খবর নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য