গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : কিংবদন্তি গায়ক অসমের হৃদস্পন্দন জুবিন গার্গের অকাল মৃত্যুর এক মাস পূর্ণ হয়েছে আজ। প্রাণের প্রয়াত জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তাঁকে ন্যায়বিচারের দাবিতে গুয়াহাটিতে বিরোধী দলগুলি বিশাল সমাবেশের আয়োজন করেছে।
এই অনুষ্ঠান গুয়াহাটির দিঘলিপুখুরি পাড়ে অবস্থিত লক্ষ্মীধর বরা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও কর্মী, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং ভক্তরা প্রয়াত গায়কের জীবন, উত্তরাধিকার এবং শৈল্পিক প্রতিভাকে স্মরণ করতে জড়ো হবেন।
যৌথভাবে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশের আয়োজন করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি, সিপিআই (এম), সিপিআই, সিপিআই (এমএল), অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (আসাম ইউনিট), অসম জাতীয় পরিষদ (এজেপি), রাইজর দল, আম আদমি পার্টি (এএপি), তৃণমূল কংগ্রেস (আসাম ইউনিট) সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।
কর্মসূচির নেতৃত্ব দেবেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, সুপ্রকাশ তালুকদার, কনক গগৈ, বিবেক দাস, মিহির নন্দী, অখিল গগৈ, ড. ভরেন চৌধুরী, লুরিনজ্যোতি গগৈ, দুলু আহমেদ, অজিত কুমার ভুইয়াঁ প্রমুখ।
আয়োজকরা ছাত্র, শিক্ষক, স্থানীয় ক্লাব এবং সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়ে সকলের প্রাণের শিল্পীকে শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস