জেএমএম-এর সঙ্গে একটি সমঝোতা হওয়া উচিত, অভিমত পাপ্পু যাদবের
পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ৬টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একাই লড়বে। জেএমএম-এর এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব বলেন, জেএমএমের সঙ্গে একটি সমঝোতা হওয়া উচিত। যদি এটি করা না হয়, তাহলে এটা ভুল হব
জেএমএম-এর সঙ্গে একটি সমঝোতা হওয়া উচিত, অভিমত পাপ্পু যাদবের


পাটনা, ১৯ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ৬টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একাই লড়বে। জেএমএম-এর এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব বলেন, জেএমএমের সঙ্গে একটি সমঝোতা হওয়া উচিত। যদি এটি করা না হয়, তাহলে এটা ভুল হবে। জেএমএম-কে কমপক্ষে তিন থেকে চারটি আসন দেওয়া উচিত। জোটের নীতিকে সম্মান করতে হবে। লালু যাদব, এটা সম্পূর্ণ ভুল।

আরজেডি সম্পর্কে পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব বলেন, দলিত এবং অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের সঙ্গে কোনও আপস করা হবে না। কংগ্রেস ছাড়া কোনও মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী গঠন করা যাবে না। লালগঞ্জে, আমরা একটি অত্যন্ত পিছিয়ে পড়া জাতিকে টিকিট দিয়েছিলাম, আর আপনি বাহুবলীকে টিকিট দিচ্ছেন—কেন? আপনি আমাদের দলিত রাজ্য সভাপতির প্রতি অসম্মান দেখাচ্ছেন। এটা কাজ করবে না। কংগ্রেস ছাড়া আপনি সরকার গঠন করতে পারবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande