মুম্বই, ১৯ অক্টোবর (হি.স.): পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, বাবা হলেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। রবিবার পুত্র সন্তানের জন্ম দিলেন পরিণীতি। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে সুখবর ভাগ করে নিয়েছেন রাঘব-পরিণীতি দু’জনে। চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চড্ডা ঘোষণা করেছিলেন, তাঁদের কোলে আসছে সন্তান।
পরিণীতি রুপোলি পর্দার মানুষ। অন্যদিকে তাঁর স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তাঁর কর্মজগৎ। তাই বিয়ের পর থেকেই মুম্বই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা