নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): সারা দেশজুড়ে দীপাবলির আবহে বিতর্কিত মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যায় সরযূ নদীর তীরে ২৬ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে। সেজন্য জোরকদমে তোড়জোড় চালাচ্ছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন। যা নিয়ে যোগী সরকারের সমালোচনা করতে গিয়ে দীপাবলির সঙ্গে বড়দিন উদযাপনের তুলনা টেনে বিপাকে পড়লেন অখিলেশ নিজেই। তাঁর মতে, দীপাবলিতে প্রদীপ ও মোমবাতি কেনার জন্য এত টাকা খরচ করা উচিত নয়।
অখিলেশের এই মন্তব্যকরে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী রবিবার বলেন, দীপাবলিতে ঘি প্রদীপ জ্বালানোর সমালোচনা করে অখিলেশ যাদবের নিন্দনীয় বক্তব্য কেবল প্রদীপ প্রস্তুতকারী প্রজাপতি সম্প্রদায়ের বিরুদ্ধেই নয়, বরং তাঁর নিজস্ব সম্প্রদায়ের বিরুদ্ধেও নির্দেশিত বলে মনে হচ্ছে। ভারতের জন্য গর্বের বিষয় ছিল যে, আমাদের এতটা ঘি ছিল যে প্রতিটি বাড়িতে সারি সারি প্রদীপ জ্বলতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা