বিজেপির প্রদেশ সদর দফতর সহ অসমের সমস্ত সাংগঠনিক জেলা এবং মণ্ডলে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
প্রাণের শিল্পীকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি গৃহীত দলের গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : অসমের প্রাণের শিল্পী, অসমের হৃদস্পদন অকালপ্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে অসম প্রদেশ বিজেপি। আজ ১৯ অক্টোবর জুবিনের অকালমৃত্যুর একমাস পূর্ণ হয়েছে।
অসম বিজেপি সদর দফতরে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি


প্রাণের শিল্পীকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি গৃহীত দলের

গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : অসমের প্রাণের শিল্পী, অসমের হৃদস্পদন অকালপ্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে অসম প্রদেশ বিজেপি। আজ ১৯ অক্টোবর জুবিনের অকালমৃত্যুর একমাস পূর্ণ হয়েছে। গত মাসের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরের জলে সাঁতার কাটতে গিয়ে প্রয়াত হয়েছেন অসমের সম্পদ জুবিন। আজ গুয়াহাটিতে বিজেপির অসম প্রদেশ সদর দফতর, রাজ্যে দলের সমস্ত সাংগঠনিক জেলা মায় মণ্ডলে প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

আজ থেকে এক মাস আগে অসংখ্য ভক্তকে রেখে অজানা জগতে চলে গেছেন অসমের হৃদস্পন্দন জুবিন গার্গ। অসমের প্রাণভোমরা জুবিনের মহান প্রয়াণে গোটা রাজ্য আজও শোকের সাগরজলে ভাসছে। জুবিন এমন এক ব্যক্তি যিনি জীবিতাবস্থায় জনসমুদ্রের মাঝে ছিলেন, মৃত্যুর পর এই জনসমুদ্র মহা-জনসাগরে রূপান্তরিত হয়েছে। জুবিনকে নিজেদের মধ্যে সমাহিত করে শিল্পীকে অমর করার দায়িত্ব নিয়েছেন একাধারে আবালবৃদ্ধবনিতা।

কিংবদন্তি গায়ক সম্পর্কে অসম প্রদেশ বিজেপির মুখপাত্র প্লাঞ্জল কলিতা বলেছেন, জুবিন গার্গ কেবল একজন শিল্পী ছিলেন না, জুবিন ছিলেন অসমের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। জুবিন গার্গ অসমের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অসমের প্রতিটি মানুষের উচিত এই মহান শিল্পীর সৃষ্টিকে চির অমর করে রাখা। জুবিন গার্গ অসমের গর্ব, জুবিন গার্গ ভারতের গর্ব। জুবিন গার্গ শুধু অসম বা ভারতের একজন শিল্পী নন, সারা বিশ্ব জুবিন গার্গকে বিশ্বব্যাপী শিল্পী হিসেবে সম্মানিত করেছে।

আজ সকাল ৯.০০টা থেকে গোটা অসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গুয়াহাটিতে প্রদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম প্রসঙ্গ এবং ভাগবত পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে গুয়াহাটির পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিজেপি কর্মীরা তাঁদের প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন শান্তা উজির, মৃণালকান্তি মেধি, নমিতা ভট্টাচার্য, মালবিকা বরা, সন্ধ্যা মেনন, জুবিন গার্গের যন্ত্রশিল্পী ভদ্রকান্ত দাস সহ রাজ্যের অনেক বিশিষ্ট শিল্পী। ছিলেন গুয়াহাটির সাংসদ (লোকসভা) বিজুলি কলিতা মেধি, পূর্ব-গুয়াহাটির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য, দিশপুরের বিধায়ক অতুল বরা, গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া প্রমুখ বিজেপির বহু বরিষ্ঠ কার্যকর্তা।

এদিকে বিশ্বনাথ জেলা কার্যালয়ে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রদেশ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। বিশ্বনাথের অনুষ্ঠানে জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছেন তেজপুরের সাংসদ (লোকসভা) রঞ্জিত দত্ত এবং বিহালির বিধায়ক দিগন্ত ঘটোয়ার।

প্রসঙ্গত, ইতিমধ্যে অসম প্রদেশ বিজেপি ন্যায়বিচার সম্পর্কিত এবং জুবিন গার্গের স্মরণে এক কর্মসূচি ঘোষণা করেছে। ‘আমি জুবিনের ভক্ত, আমরা জুবিনের ভক্ত’ এবং #JusticeforZubeenGarg শিরোনামের ডিজিটাল আন্দোলন কর্মসূচি গ্রহণ করে রাজ্যের সমস্ত জুবিন ভক্তরা ন্যায়যাত্রায় যোগ দিয়েছেন।

আজ প্রদেশ বিজেপি সদর দফতরের পাশাপাশি প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে ৩৯টি সাংগঠনিক জেলা, ৪৩৩টি মণ্ডল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় একটি গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আদালতের মাধ্যমে প্রয়াত শিল্পী জুবিন গার্গকে ন্যায়ের দাবিতে রাজ্যের প্রতিটি জেলায় ‘বিশাল সমাবেশ’-এর আয়োজন করা হবে।

২২ অক্টোবর নলবাড়ি জেলা থেকে এক বিশাল সমাবেশের মাধ্যমে কর্মসূচির শুরু হবে। ২৬ অক্টোবর প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পাশাপাশি, রাজ্যের ২৫ হাজারের বেশি বুথে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভার আয়োজন করা হবে।

দল যে সব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলি শিল্পী জুবিন গার্গের অমর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গাছ লাগাতে ও লালন-পালনে একজোট হবেন বিজেপি কর্মীরা। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দলের বিধায়ক ও সাংসদরা নিজ নিজ এলাকায় কিংবদন্তি অমর শিল্পী জুবিন গার্গের একটি করে মূর্তি স্থাপন করবেন। শিল্পীর সৃষ্টিকে তুলে ধরতে সকল স্তরের নির্বাচিত বিজেপি প্রতিনিধিদের সহযোগিতায় প্রতিটি জেলায় একটি করে সংগীত বিদ্যালয় গড়ে তোলা হবে। দলের সাংসদ এবং বিধায়করা শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় একটি প্রদর্শনমূলক ফুটবল খেলার আয়োজনও করবেন। জুবিনের পাঁচ হাজার ভক্ত, দলীয় কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী শিল্পীর হৃদয়স্পর্শী গান পরিবেশনের মাধ্যমে সম্মিলিতভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। শিল্পী জুবিনের জন্মদিন ১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিটি জেলায় গণসংগীত পরিবেশনের আয়োজন করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande