উত্তর প্রদেশে নদীতে তলিয়ে মৃত দুই কিশোরী, নিখোঁজ এক
গাজিপুর, ১৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের গাজিপুর জেলার করণ্ডা থানার অন্তর্গত অমবাঘাট এলাকায় নদীতে স্নানের সময় তিন কিশোরী নদীতে তলিয়ে যায়। তাঁদের মধ্যে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও এক । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার চত
উত্তর প্রদেশে নদীতে তলিয়ে মৃত দুই কিশোরী, নিখোঁজ এক


গাজিপুর, ১৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের গাজিপুর জেলার করণ্ডা থানার অন্তর্গত অমবাঘাট এলাকায় নদীতে স্নানের সময় তিন কিশোরী নদীতে তলিয়ে যায়। তাঁদের মধ্যে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও এক ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার চতুর্দশী উপলক্ষে রামজনপুর গ্রামের সাতজন মেয়ে সকালে স্নানের জন্য লীলাপুর অমবাঘাটে আসে। তাদের মধ্যে চারজন তীরে বসে থাকলেও, পূনম যাদব (১৮), রোলি যাদব (১৬) ও খুশি যাদব (১৪) নদীতে নামে। নদীতে স্রোতে তিনজনই তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। বহু চেষ্টার পর পূনম ও রোলির মৃতদেহ উদ্ধার হয়, তবে খুশির খোঁজে এখনও অভিযান চলছে।

তিনি আরও জানান , “তিনজন কিশোরী স্নানের সময় নদীতে তলিয়ে যায়। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে, আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande