ওড়িশায় উদ্ধার পুরুলিয়ার যুবকের পচাগলা দেহ
কটক, ১৯ অক্টোবর (হি.স.): গোয়ায় কাজে গিয়েছিলেন পুরুলিয়ার যুবক। কালীপুজোয় ছুটি নিয়ে ফিরছিলেন বাড়ি। পচাগলা দেহ উদ্ধার হল ওড়িশার কটকে। খুনের অভিযোগ তুলছে পরিবার। যুবকের রসহস্যমৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত যুবকের
ওড়িশায় উদ্ধার পুরুলিয়ার যুবকের পচাগলা দেহ


কটক, ১৯ অক্টোবর (হি.স.): গোয়ায় কাজে গিয়েছিলেন পুরুলিয়ার যুবক। কালীপুজোয় ছুটি নিয়ে ফিরছিলেন বাড়ি। পচাগলা দেহ উদ্ধার হল ওড়িশার কটকে। খুনের অভিযোগ তুলছে পরিবার। যুবকের রসহস্যমৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মৃত যুবকের নাম রমেশ মাঝি। বয়স ২৬ বছর। তিনি পুরুলিয়ার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। বছর দেড়েক আগে তাঁর মেজ দাদার সঙ্গে গোয়ায় কাজে গিয়েছিলেন। কালীপুজো উপলক্ষে তিনি বাড়ি ফিরছিলেন। গত সোমবার পরিবারের সঙ্গে শেষবার কথা বলেন রমেশ। তারপর থেকে কোনও খোঁজ মিলছিল না। এরমাঝেই শনিবার রাতে পরিবার জানতে পারে ওড়িশার কটকে যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। তাঁর দাবি, গত সোমবার ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল। মেজ ছেলের থেকে জানতে পেরেছি ট্রেনে কয়েকজন রমেশকে ঘিরে ধরে ব্যাগ দেখতে চায়। সেই সময় ও মেজ ছেলেকে ফোন করে। ঘটনার উপযুক্ত তদন্ত হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande