তেলিয়ামুড়ায় গাড়ি তল্লাশিতে সাড়ে আট লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক দুই
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ অক্টোবর (হি.স.) : নিয়মিত যানবাহন চেকিং চালানোর সময় ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়া এক ছোট প্যাসেঞ্জার গাড়ি তল্লাশি করে প্রায় সাড়ে আট লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া ম
গাঁজা উদ্ধার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ অক্টোবর (হি.স.) : নিয়মিত যানবাহন চেকিং চালানোর সময় ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে যাওয়া এক ছোট প্যাসেঞ্জার গাড়ি তল্লাশি করে প্রায় সাড়ে আট লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত জাতীয় সড়ক ৪১ মাইল এলাকায়।

এই ঘটনায় ত্রিপুরার এক নাগরিকসহ উত্তরপ্রদেশের দুইজনকে আটক করেছে পুলিশ। গাড়িটি দেখে সন্দেহ হওয়ার পর তল্লাশি চালিয়ে গাঁজার এই বিপুল পরিমাণ মজুত উদ্ধার হয় বলে জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষাণ। তিনি আরও জানান, গাঁজা পাচারের এই ঘটনায় কৌশল হিসেবে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে বলে তাদের সন্দেহ। রোহন কিষাণ জানান, “তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই ঘটনা আবারও প্রমাণ করছে—রাজ্যে মাদক চোরাচালান রুখতে পুলিশ সক্রিয় হলেও পাচার চক্র নিত্য নতুন পন্থা অবলম্বন করছে। জনমহলে উদ্বেগ বাড়ছে যে, এসবের পরও ত্রিপুরা কবে প্রকৃত অর্থে নেশামুক্ত হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande