দক্ষিণ ২৪ পরগনা, ২০ অক্টোবর, (হি.স.): বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে আবার দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুল।
সোমবার সকালে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই চালক। দু’জনকেই ভর্তি করানো হয় হাসপাতালে।
সূত্রের খবর, কামালগাজি উড়ালপুল ধরে কলকাতা যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বেসরকারি সংস্থার চাকুরে অরুণের বাইকের গতি বেশি ছিল বলে দাবি স্থানীয়দের। উড়ালপুল থেকে নামার সময় তিনি বাইক নিয়ন্ত্রণ করতে পারেননি। ডিভাইডারে ধাক্কা মারেন।
বিপরীত দিক থেকে আসা আর একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ওই বাইকটি চালাচ্ছিলেন অপূর্ব মণ্ডল নামে এক যুবক। তাঁর বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। বাজি কিনে বাড়ি ফিরছিলেন তিনি।
উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা মেরে সেখান থেকে নীচে পড়েন অরুণ। তাঁকে একটি দোকানের চালা থেকে উদ্ধার করেন স্থানীয়েরা। অন্য দিকে, অপূর্বকে উড়ালপুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উড়ালপুলের দু’দিকে ছিটকে পড়ে থাকা দু’টি বাইক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত