ডিমা হাসাও জেলার কালাচাঁদ ডায়েটে বিএড পাঠ্যক্ৰমে ভৰ্তি প্রক্রিয়ায় দুৰ্নীতির অভিযোগ
হাফলং (অসম), ২০ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত কালাচাঁদ ডায়েটে বিএড পাঠ্যক্ৰমে ভৰ্তি প্রক্রিয়ায় ব্যাপক দুৰ্নীতির অভিযোগ তুলেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম। আজ সোমবার ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের শিক্ষাসচিব জেমস পাম্নে এক সাংবাদিক
ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সাংবাদিক সম্মেলন


হাফলং (অসম), ২০ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত কালাচাঁদ ডায়েটে বিএড পাঠ্যক্ৰমে ভৰ্তি প্রক্রিয়ায় ব্যাপক দুৰ্নীতির অভিযোগ তুলেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম।

আজ সোমবার ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের শিক্ষাসচিব জেমস পাম্নে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, এখন ডিমা হাসাও জেলায় উৎসবের মরশুমে জেলার মেধাবী ছাত্ৰছাত্ৰীরা বিএড পাঠ্যক্ৰমে ভৰ্তি হওয়া থেকে বঞ্চিত হয়ে হতাশ হয়ে পড়েছেন। ছাত্ৰ সংগঠনটির অভিযোগ, বিএড পাঠ্যক্ৰমে ভৰ্তির জন্য পরীক্ষায় অবতীৰ্ণ হয়ে ভালো ফলাফল করা ছাত্ৰছাত্ৰীদের বঞ্চিত করে রাজনৈতিক হস্তক্ষেপে যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে সক্ষম হননি সেই সব অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে বিএড পাঠ্যক্ৰমে নাম ভৰ্তি করার সুযোগ করে দেওয়া হয়েছে।

এই অভিযোগ উত্থাপন করে সংবাদিক সন্মেলনে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সচিব জেমস পাম্নে যোগ্য প্রার্থীদের বিএড পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের ভর্তির জন্য সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের জনৈক সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেন, এ নিয়ে পাৰ্বত্য পরিষদের প্রধান চিব ও ডায়েট পাঠ্যক্ৰমে অযোগ্য প্রার্থীদের ভৰ্তি করার জন্য সহযোগিতা করে নাম ভর্তি করার জন্য যে তালিকা প্রস্তুত করা হয়েছে এতে তিনি স্বাক্ষর করে যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের কালাচাঁদ বিএড পাঠ্যক্রমে নাম ভর্তি করা থেকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ উত্থাপন করে বলেন, বিএড পাঠ্যক্রমে জেলার যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের নাম ভর্তির ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ না করেন, তা-হলে এর বিরুদ্ধে তীব্ৰ আন্দোলন গড়ে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande