জুবিনের মৃত্যু নিয়ে সস্তার রাজনীতি না করতে বিরোধী দলগুলিকে পরামর্শ বিজেপির
গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গের অকালমৃত্যুকে নিয়ে সস্তার রাজনীতি না করতে বিরোধী দলগুলির প্রতি আহ্বান জানিয়েছে অসম প্রদেশ বিজেপি। আজ সোমবার বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মলনে দলের মু
জুবিনের মৃত্যু নিয়ে সস্তার রাজনীতি না করতে বিরোধী দলগুলিকে পরামর্শ বিজেপির


গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গের অকালমৃত্যুকে নিয়ে সস্তার রাজনীতি না করতে বিরোধী দলগুলির প্রতি আহ্বান জানিয়েছে অসম প্রদেশ বিজেপি। আজ সোমবার বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মলনে দলের মুখপাত্ৰ কিশোরকুমার ভট্টাচার্য বিরোধীদের এই আহ্বান জানিয়ে বলেছেন, কোটি কোটি জনতার প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গকে ছাড়া এক মাস পার করেছেন অসমবাসী।

কিশোর বলেন, জুবিন গাৰ্গ সহস্রজনের হৃদয়ে এমনভাবে স্থান লাভ করেছেন যে বিগত এক মাস যেন তাঁদের একটা যুগ পার হয়েছে। আজ আলোর উৎসব দীপাবলি অসমবাসী জনতা কেবল পরম্পরা রক্ষার জন্য পালন করছেন। তিনি বলেন, শাসক-বিরোধী তথা অসমের সকল জাতি-জনগোষ্ঠীয় সংগঠনকে জুবিন গাৰ্গকে নিয়ে রাজনীতি করা থেকে বিরত থেকে কেবল ন্যায় প্ৰদানের জন্য সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande