সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রতি বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ
কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিধানসভায় তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মাল্যদান করেন। এরপর পরিষদীয়
বিধানসভার লবিতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান


কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিধানসভায় তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মাল্যদান করেন। এরপর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন । সেইসঙ্গে বিধানসভার সচিবালয় থেকেও তিনজন সচিব পদমর্যাদার অফিসার সহ কর্মীরাও এদিন তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদার সঙ্গেই এদিন তা হলে আয়োজন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য বিধানসভার লবিতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান পর্ব সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande