মির্জাপুরে ছাদ থেকে পড়ে মৃত এক বালক
মির্জাপুর, ২০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে বাজি ফাটানোর সময় ছাদ থেকে পড়ে প্রাণ হারায় এক বালক। ঘটনাটি ঘটেছে , হালিয়া থানা এলাকার অন্তর্গত ধামাউলি গ্রামে। সোমবার জানা গেছে , মৃত বালকের নাম আভিশ (১১)। বালক ধামাউলি গ্রামের বাসিন্
মির্জাপুরে ছাদ থেকে পড়ে মৃত এক বালক


মির্জাপুর, ২০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে বাজি ফাটানোর সময় ছাদ থেকে পড়ে প্রাণ হারায় এক বালক। ঘটনাটি ঘটেছে , হালিয়া থানা এলাকার অন্তর্গত ধামাউলি গ্রামে।

সোমবার জানা গেছে , মৃত বালকের নাম আভিশ (১১)। বালক ধামাউলি গ্রামের বাসিন্দা। বালক তার বন্ধুদের সঙ্গে তাদের বাড়ির ছাদে বাজি ফাটাচ্ছিল। খেলার সময় হঠাৎ তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। দুর্ঘটনার পর, তার পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে না জানিয়েই মৃতদেহ দাহ করেছে পরিবার। পরিবার জানিয়েছে এটি একটি সম্পূর্ণ দুর্ঘটনা।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande