পানিপত, ২০ অক্টোবর (হি. স.) : পানিপতে দীপাবলির সময় শহরে বাতাসে ধোঁয়া ও ধূলিকণার মাত্রা বেড়েছে, ফলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়েছে। শিল্প কারখানা এবং বাজির ধোঁয়া মিলিয়ে এই সময় শহরের বাতাসের মান বিগত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।
স্কুল ও বাজারে “পরিবেশবান্ধব দীপাবলি” পালনের সচেতনতা অভিযান চলছে। বিশেষ করে বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য