পানিপতে দীপাবলিতে বাতাসের দূষণ বৃদ্ধি
পানিপত, ২০ অক্টোবর (হি. স.) : পানিপতে দীপাবলির সময় শহরে বাতাসে ধোঁয়া ও ধূলিকণার মাত্রা বেড়েছে, ফলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়েছে। শিল্প কারখানা এবং বাজির ধোঁয়া মিলিয়ে এই সময় শহরের বাতাসের মান বিগত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে খারাপ পর্যা
পানিপতে দীপাবলিতে বাতাসের দূষণ বৃদ্ধি, শ্বাসকষ্টে মানুষ


পানিপত, ২০ অক্টোবর (হি. স.) : পানিপতে দীপাবলির সময় শহরে বাতাসে ধোঁয়া ও ধূলিকণার মাত্রা বেড়েছে, ফলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়েছে। শিল্প কারখানা এবং বাজির ধোঁয়া মিলিয়ে এই সময় শহরের বাতাসের মান বিগত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।

স্কুল ও বাজারে “পরিবেশবান্ধব দীপাবলি” পালনের সচেতনতা অভিযান চলছে। বিশেষ করে বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande