বিজেপির রাজ্য নেতৃবৃন্দের দীপাবলির শুভেচ্ছা
কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): দীপাবলি উপলক্ষে সোমবার এক্সবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছেন, “যখন জীবন ক্লান্ত, মন ভারাক্রান্ত —তখন মা-ই তো আমাদের সাহস, শক্তি আর আশ্রয়। আজ এই শুভ দিন
বিজেপি রাজ্য নেতৃবৃন্দের দীপাবলির শুভেচ্ছা


কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): দীপাবলি উপলক্ষে সোমবার এক্সবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ।

দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছেন, “যখন জীবন ক্লান্ত, মন ভারাক্রান্ত —তখন মা-ই তো আমাদের সাহস, শক্তি আর আশ্রয়। আজ এই শুভ দিনে মা শ্যামার করুণার আলোয় দূর হোক সব অশুভ, সব অন্ধকার, প্রতিটি প্রাণে জাগুক শুভ চিন্তা, শান্তি আর আলো। জয় মা শ্যামা।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন ভাষায় ‘শুভ দীপাবলি’ সুদৃশ্য লেখা-সহ লিখেছেন, “প্রদীপের আলোয় আপনার ঘর ভরে উঠুক পরম আনন্দ, সুখ এবং সমৃদ্ধিতে। আপনাকে এবং আপনার পুরো পরিবারকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।

অগ্নিমিত্রা পাল ছবি-সহ লিখেছেন, “আলোর উৎসব দীপাবলি, আপনার জীবনকে আনন্দ, আশা এবং ইতিবাচকতায় আলোকিত করুক। অন্ধকার দূর হোক এবং আপনার জীবন আলো, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনাদের সকলের জন্য শুভ ও সমৃদ্ধ দীপাবলির শুভেচ্ছা!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande