পাটনা, ২০ অক্টোবর (হি. স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার দীপাবলিতে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন, দীপাবলি অন্ধকারের উপর আলো, অজ্ঞতার উপর জ্ঞান এবং খারাপের উপর ভালোবাসার বিজয়ের প্রতীক।
মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবটি সৌহার্দ্য, মিলন ও আনন্দের সঙ্গে উদযাপন করার আহ্বান জানান এবং নিরাপদে প্রদীপ জ্বালানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদযাপনের পরামর্শ দেন। তিনি রাজ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য