ধর্মনগরে ডেঙ্গু সংক্রমণ, ১৪ জন আক্রান্ত – স্বাস্থ্য দফতরের সতর্কতা জারি
ধর্মনগর (ত্রিপুরা), ২০ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে আসায় স্বাস্থ্য দফতরের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে মোট ১৪ জনের দেহে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে বিএসএফ-এর কয়েকজন জওয়ান এব
Dengue infection


ধর্মনগর (ত্রিপুরা), ২০ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে আসায় স্বাস্থ্য দফতরের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে মোট ১৪ জনের দেহে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে বিএসএফ-এর কয়েকজন জওয়ান এবং স্থানীয় বাসিন্দাও রয়েছেন।

স্বাস্থ্য দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথমে বিএসএফ-এর বর্ডার আউট পোস্ট (বিওপি) থেকে জ্বর ও ডেঙ্গুর লক্ষণযুক্ত জওয়ানদের নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালের পরীক্ষায় তাঁদের মধ্যে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ছুটি কাটিয়ে ফিরেই কিছু জওয়ান অসুস্থ হয়ে পড়েন এবং তার মাধ্যমেই সংক্রমণ এলাকায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বিওপি সংলগ্ন এলাকার কয়েকজন সাধারণ মানুষও ডেঙ্গুতে আক্রান্ত হন। আক্রান্ত ১৪ জনকে চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে এবং বর্তমানে সকলেই স্থিতিশীল। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত নতুন করে আর কোনও সংক্রমণ ধরা পড়েনি, তবে নজরদারি অব্যাহত রয়েছে।

ওই স্বাস্থ্য আধিকারিক আরও জানান, জেলার এই অংশে এর আগে কখনও ডেঙ্গু আক্রান্তের ঘটনা হয়নি। সম্ভবত বাইরে থেকে ভাইরাস প্রবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন আক্রান্ত এলাকায় ফগিং, লার্ভা ধ্বংসকারী স্প্রে এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে প্রচারও চালানো হচ্ছে।

জনগণকে বাড়ির আশেপাশে জমে থাকা জল পরিষ্কার রাখা, মশার প্রজনন রোধ এবং জ্বর, শরীরব্যথা বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্ব-ইচ্ছায় ওষুধ না খাওয়ারও সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande