শিলিগুড়ি, ২০ অক্টোবর (হি.স.): সেবকেশ্বরী কালী মন্দির শিলিগুড়ির করোনেশন ব্রিজের কাছে তিস্তা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত এবং পবিত্র মন্দির। মা সেবকেশ্বরী কালী মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সোমবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে।
এই ঐতিহাসিক মন্দিরটি ১৯৫০ সালে শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা নীরেন্দ্রনাথ সান্যাল প্রতিষ্ঠা করেছিলেন। যদিও প্রথমে একটি টিনের চালায় পূজা অনুষ্ঠিত হত, ১৯৭২ সালে একটি কংক্রিটের মন্দির তৈরি করা হয়েছিল। প্রতি বছর, শ্যামা পূজার দিন, সারা রাত ধরে দেবীর পূজা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ, সারা রাত ধরে ঐতিহ্য অনুসারে পূজা চলবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মা সেবকেশ্বরীকে দর্শন করতে আসছেন। পাহাড়ি অঞ্চলটি ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে পরিপূর্ণ।
হিন্দুস্থান সমাচার / সোনালি