শিমলা, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলিতে শিমলার আতশবাজির বাজার রঙিন আলোতে আলোকিত। ক্রেতারা প্রধানত পরিবেশবান্ধব গ্রিন আতশবাজির দিকে আকৃষ্ট। বাজারে পরিবেশবান্ধব এবং প্রচলিত আতশবাজি পাওয়া যাচ্ছে।
সোমবার জেলাশাসক অনুপম কশ্যপ জানিয়েছেন, রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধু পরিবেশবান্ধব আতশবাজি ফাটানো যাবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজির ব্যবহার করে দীপাবলি উদযাপন করতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য