কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): মানিকতলায় চাঁদার জুলুমে মারের অভিযোগ উঠেছে। পরিতোষ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় মারধর করায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
অভিযোগ, চাঁদা নিয়ে বচসার জেরে উল্টোডাঙ্গা ৩৬ পল্লি ক্লাবের ৭-৮ জন যুবক রাতের অন্ধকারে রাস্তায় ফেলে মৃৎশিল্পী পরিতোষ চক্রবর্তীকে মারধর করে। ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ, মুরারিপুকুরে। মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কালীপুজোর আগে রাতদিন এক করে মূর্তি তৈরিতে শিল্পীরা কাজ করেন। ফেরার পথে কিছু যুবক পরিতোষবাবুর পথ আটকে চাঁদা চায়। দাবি না মানায় তর্ক হয়। সে সময় তাঁকে যুবকের দল মারধর করে বলে অভিযোগ। পুজোর মুখে চাঁদার জুলুম ঘটনা নতুন নয়। কালীপুজোর মুখে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পাড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত