পূর্ব সিংভূম, ২০ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা এলাকায় কুড়মি সমাজ আগামী উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা করেছে। কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন তাদের দাবি মেনে নেওয়া হবে না, ততদিন তাদের স্লোগান থাকবে—‘নো এসটি, নো ভোট’।
কুড়মিদের তফসিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি তুলেছে কুড়মি সমাজ। ঘাটশিলার ৯৩টি কুড়মি গ্রামে শীঘ্রই গ্রামসভা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ ও স্বাক্ষর অভিযান শুরু হবে বলে জানা গেছে। কুড়মি সমাজ এই অধিকার পাওয়া না পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে বলে জানান সংগঠনের নেতারা|
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য