হুগলি, ২০ অক্টোবর (হি.স.) : ধনতেরাস এবং দীপাবলির আগে হুগলি জেলায় পুলিশ একটি বড় সাফল্য পেয়েছে। রবিবার রাতে হুগলি জেলার চণ্ডীতলা থানার পুলিশ একটি গয়নার দোকানে ডাকাতির পরিকল্পনা ব্যর্থ করে পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ দুটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ভজালি, একটি ছুরি, এবং তালা খেলার সরঞ্জাম উদ্ধার করেছে।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় জানিয়েছেন, ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। রবিবার সন্ধ্যায় মশাট এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে কয়েকজন গাড়িতে করে পালিয়ে যায়, তবে পাঁচজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে যে অভিযুক্তরা মশাট এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির পরিকল্পনা করেছিল। ধৃতদের নাম সুরজ মণ্ডল, কুতুব মণ্ডল, রাজা উদ্দিন, অলোক সমাদ্দার এবং আশীষ সাহা। এই অভিযুক্তদের মধ্যে দুজন হুগলি জেলার, একজন দক্ষিণ ২৪ পরগনার এবং বাকি দুজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
চণ্ডীতলা থানা মামলা দায়ের করেছে। পুলিশ সোমবার অভিযুক্তদের শ্রীরামপুর আদালতে হাজির করে তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে|
অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে অপরাধীদের লক্ষ্য ছিল মশাটে একটি গয়নার দোকানে ডাকাতি করা। তারা হাওড়া থেকে এসেছিল। আমরা এখন তাদের সাথে আর কারা জড়িত তা খোঁজার চেষ্টা করছি।
হিন্দুস্থান সমাচার / সোনালি