দীপাবলিতে জরুরি চিকিৎসা ব্যবস্থায় কড়া নজর ওড়িশা সরকারের
ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার ‘১০৮’ জরুরি চিকিৎসা অ্যাম্বুলেন্স পরিষেবায় উচ্চসতর্কতা (হাই অ্যালার্ট) রাখা হয়েছে। ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস পরিচালিত এই পরিষেবা রাজ্যজুড়ে দ্রুত চিকিৎসা সহায়তা ন
দীপাবলিতে জরুরি চিকিৎসা ব্যবস্থায় কড়া নজর ওড়িশা সরকারের


ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার ‘১০৮’ জরুরি চিকিৎসা অ্যাম্বুলেন্স পরিষেবায় উচ্চসতর্কতা (হাই অ্যালার্ট) রাখা হয়েছে। ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস পরিচালিত এই পরিষেবা রাজ্যজুড়ে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে।

উৎসবের সময়ে আগুনে পোড়া, শ্বাসকষ্ট, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সম্ভাবনার বিষয় মাথায় রেখে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও জোরদার করা হয়েছে। জানা গেছে, দীপাবলির সময় উচ্চ সতর্কতা থাকবে, যাতে প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত পৌঁছে দেওয়া যায়। নাগরিকদের নিরাপদে দীপাবলি উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande