দীপাবলির দিনে ভুবনেশ্বরে ‘আম বাস’ চলবে শুধু দুপুর ৩টা পর্যন্ত
ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলির উৎসবকে কেন্দ্র করে ক্যাপিটাল রিজন আরবান ট্রান্সপোর্ট ( সিআরইউটি)-এর ‘আম বাস’ সোমবার দুপুর ৩টা পর্যন্ত চলবে। তবে যাত্রী সুবিধার জন্য হেল্পলাইন সেবা চালু থাকবে। সিআরইউটি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “দীপাবলির দ
দীপাবলির দিনে ভুবনেশ্বরে ‘আম বাস’ চলবে শুধু দুপুর ৩টা পর্যন্ত


ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলির উৎসবকে কেন্দ্র করে ক্যাপিটাল রিজন আরবান ট্রান্সপোর্ট ( সিআরইউটি)-এর ‘আম বাস’ সোমবার দুপুর ৩টা পর্যন্ত চলবে। তবে যাত্রী সুবিধার জন্য হেল্পলাইন সেবা চালু থাকবে।

সিআরইউটি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “দীপাবলির দিনে সকল শহরে ‘আম বাস’ সেবা সোমবার দুপুর ৩টা পর্যন্ত থাকবে। হেল্পলাইনও একই সময় পর্যন্ত চালু থাকবে। নিয়মিত পরিষেবা ২১ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে। সকলকে দীপাবলির শুভেচ্ছা!”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande