বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর
কল্যাণপুর (ত্রিপুরা), ২০ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সোমবার খোয়াই জেলার কল্যাণপুর মহকুমার ঘিলাতলি গ্রামের মণিপুরী বস্তি এলাকায় সফর করেন। সেখানে সম্প্রতি বিদ্যুৎ সংযোগজনিত দুর্ঘটনায় ২২ বছর বয়সী অজয় দেবনাথের মর্মান্তিক ম
বিদ্যুৎ মন্ত্রী


কল্যাণপুর (ত্রিপুরা), ২০ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সোমবার খোয়াই জেলার কল্যাণপুর মহকুমার ঘিলাতলি গ্রামের মণিপুরী বস্তি এলাকায় সফর করেন। সেখানে সম্প্রতি বিদ্যুৎ সংযোগজনিত দুর্ঘটনায় ২২ বছর বয়সী অজয় দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, অন্যান্য জনপ্রতিনিধি এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (টিএসইসিএল) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুরো পরিস্থিতির সরেজমিন পর্যালোচনা করেন।

পরে মন্ত্রী রতনলাল নাথ নিহত অজয় দেবনাথের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সমবেদনা জানিয়ে তিনি বলেন, “এমন দুর্ঘটনায় পরিবারের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনে সবরকম সহায়তা প্রদান করবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। ঘটনাটি নিয়ে প্রশাসন ও টিএসইসিএল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অজয়ের মৃত্যুর খবরে। এলাকাবাসীরা দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande