বারাণসীর ফুলবাজারে দীপাবলিতে রেকর্ড বিক্রি, ফিরল বিক্রেতাদের মুখের হাসি
বারাণসী, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলি উপলক্ষে লক্ষ লক্ষ টাকার ফুল মালা বিক্রির কারণে বারাণসীর ফুল বিক্রেতাদের মুখে ফের হাসি দেখা গেছে। একমাত্র গাঁদা ফুল দিয়ে তৈরি মালার বিক্রয়ই ২০ লক্ষ টাকার ওপরে হয়েছে। বারাণসীর বাজারে প্রতি ছোট গাঁদা মালার দাম
বারাণসীর ফুলবাজারে দীপাবলিতে রেকর্ড বিক্রিতে ফিরল বিক্রেতাদের মুখের হাসি


বারাণসী, ২০ অক্টোবর (হি.স.) : দীপাবলি উপলক্ষে লক্ষ লক্ষ টাকার ফুল মালা বিক্রির কারণে বারাণসীর ফুল বিক্রেতাদের মুখে ফের হাসি দেখা গেছে। একমাত্র গাঁদা ফুল দিয়ে তৈরি মালার বিক্রয়ই ২০ লক্ষ টাকার ওপরে হয়েছে। বারাণসীর বাজারে প্রতি ছোট গাঁদা মালার দাম ২৫ টাকা এবং প্রতি বড় মালার দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

সোমবার এক বিক্রেতা জানান, দীপাবলিতে বিশেষভাবে মালা দিয়ে ঘর সাজানোর জন্য ক্রেতারা বেশি আগ্রহী। গাঁদা, গোলাপ ও চাঁপা ফুলের মালার সর্বাধিক চাহিদা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande