কলকাতা, ২০ অক্টোবর (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ১০৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হল। সোমবার দক্ষিণ কলকাতার ইন্দিরা সিনেমার কাছাকাছি ২ নম্বর বেলতলা রোডে অবস্থিত ওই বাড়িতে এদিন তা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় পরিবারের তরফেও শ্রদ্ধা নিবেদন করেছেন সদস্যরা। বাড়ির লনে প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সি, সিদ্ধার্থ পৌত্র অয়ন রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রমুখ ।পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে অতীতের অভিজ্ঞতা সহ সিদ্ধার্থশঙ্কর রায়ের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বক্তব্য রাখেন। এদিকে, রাজ্য কংগ্রেসের তরফেও এক প্রতিনিধি দল যোগদান করে। প্রদীপ প্রসাদের নেতৃত্বেই শ্রদ্ধা নিবেদন পর্ব চলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত