‘আলো ছড়ানোর আলোকযাত্রা’, সমাজসেবায় সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদ
কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): ‘আলো ছড়ানোর আলোকযাত্রা” – সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদ (SXCCAA)। দীপাবলির প্রাক্কালে তারা আয়োজন করল তাদের অন্যতম সেবামূলক বার্ষিক অনুষ্ঠান, এক মানবিক ও আলোকিত
‘আলো ছড়ানোর আলোকযাত্রা’, সমাজসেবায় সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদ


কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): ‘আলো ছড়ানোর আলোকযাত্রা” – সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদ

(SXCCAA)। দীপাবলির প্রাক্কালে তারা আয়োজন করল তাদের অন্যতম সেবামূলক বার্ষিক অনুষ্ঠান, এক মানবিক ও আলোকিত উদ্যোগ ‘স্প্রেড দি লাইট’।

প্রতি বছর এটি সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জীবনে আলো ও আশার বার্তা নিয়ে আসে। ‘স্প্রেড দি লাইট’ উদ্যোগটি শুরু হয় ২০১৭ সালে মাত্র এক লক্ষ টাকার তহবিল নিয়ে। এস. জে.-এ ফাদার ডমিনিক স্যাভিওর অনুপ্রেরণায়। সেই ছোট্ট বীজ আজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। ২০২৫ সালে তহবিলের পরিমাণ প্রায় চার লক্ষ টাকায় পৌঁছেছে।

এর মাধ্যমে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য এবং উৎসবের উপহার পৌঁছে দেওয়া হয়েছে শহর ও জেলার পাঁচটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানে — নির্মল হৃদয় (কালীঘাট), শৈশব ফাউন্ডেশন, হরিনাভি সৃজন শিক্ষা নিকেতন, সেভ দি চিলড্রেন হোম (ঠাকুরপুকুর) এবং সেভ দি অরফ্যান্স অ্যান্ড ওল্ড এজ হোমে (বাঁশদ্রোণী)।

উপহার হিসেবে দেওয়া হয়েছে প্রায় চাল, ডাল, তেল, বিভিন্ন শুকনো খাদ্য ও ব্যবহার্য দ্রব্যাদি। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫০০-রও বেশি উপকারভোগী সরাসরি সহায়তা পেয়েছেন।

সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সংসদ গত চার দশকেরও বেশি সময় ধরে নানা মানবিক ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে প্রায় ৮০০০ সদস্য নিয়ে এই সংসদ পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম সক্রিয় প্রাক্তনী সংগঠন। এর মধ্যে প্রায় ১০০০ সদস্য নারী, যারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

এসবের সঙ্গে • ‘স্প্রেড দি জয়’-এর ভিন্নভাবে সক্ষম শিশু ও প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ।

• বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চিকিৎসা সহায়তা কর্মসূচি করা হয়। সম্প্রতি হলো শ্রীরামপুরের সেবাকেন্দ্র এক্সটেনশন সেন্টারে শিবির।

• বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ। সম্প্রতি উত্তরবঙ্গের দুর্গত অঞ্চলে খাদ্য, ওষুধ, পোশাক ও আশ্রয়সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

• পরিবেশ ও সবুজায়ন প্রকল্প, যেমন ‘ওয়ান মিলিয়ন ট্রিজ’ অভিযান।

এই মহৎ উদ্যোগগুলির পেছনে আছেন SXCCAA-এর সভাপতি ও কলেজের অধ্যক্ষ

এস. জে.রেভারেন্ড ড. ডমিনিক স্যাভিও। তিনি প্রাক্তনীদের প্রতি আহ্বান জানিয়েছেন—“প্রতি মাসে অন্তত একটি মানবিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করি।”

সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদের সেবার পরিধি কলকাতার গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্য, এমনকি দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রাক্তনীদের সেবাকাজ। এই আলোকযাত্রা কেবল দানের নয়, এটি মানবিকতা, সংবেদনশীলতা ও জেসুইট শিক্ষার মর্মবাণীর প্রতিফলন—‘মেন এন্ড উইমেন ফর আদার্স’।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande