অনন্তনাগ, ২০ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে অনন্তনাগ জেলার পাহেলগামের লারিপোরা এলাকায়। এই দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যাক্তির নাম মেহরাজউদ্দিন ভাট। তিনি বারামুল্লা জেলার বাসিন্দা। পহেলগামের লারিপোরা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় ট্রাক চালক গুরুতর ভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন